বাংলাদেশে পরিবহন নিয়ে প্রতিবাদ বহুদিনের ক্ষোভের সূত্রপাত
  2018-08-02 18:44:57  cri
অগাস্ট ২: বাংলাদেশের রাজধানী ঢাকায় সোমবার গাড়ির বেপরোয়া ধাক্কায় দু'জন শিক্ষার্থী নিহত এবং নয়জন আহত হয়েছেন। ‌এ নিয়ে এখন পর্যন্ত প্রতিবাদ চলছে। ঢাকায় অধিকাংশ এলাকায় যানবাহন চলাচল করছেনা।

ঢাকা থেকে আন্ত:জেলা পথে আজ (বৃহস্পতিবার) সকাল থেকে কোনো বাস চলছে না। গাবতলি বাস টার্মিনালে বাস চলাচল বন্ধ করে বাস ভাঙচুরের প্রতিবাদ ও বিক্ষোভ করছেন শ্রমিকেরা। তাঁরা বলছেন, নিরাপত্তাহীনতার কারণে কোনো বাস ছাড়া হচ্ছে না। পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার আন্ত:জেলা বাস টার্মিনাল গাবতলি, সায়েদাবাদ ও মহাখালী থেকে আজ সকালে কোনো বাস ছেড়ে যায়নি। আবার কোনো বাস এসব টার্মিনালে আসেনি। এতে ঢাকা থেকে প্রায় সব সড়কপথে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

ঐ দুর্ঘটনায় পুলিশ দু'জন বাস চালক এবং তিনজন সহকারীকে গ্রেফতার করেছেন। এছাড়াও পরিবহন বিভাগ বয়স ও লাইসেন্সহীন চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চালু শুরু করছে। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040