চীনে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চিকিত্সার নমুনা এআইএমআইএস
  2018-08-02 16:17:40  cri

অগাস্ট ২: এক বছর আগে চীনের টেনসেন্ট কোম্পানি তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চিকিত্সা ব্যবস্থা 'এআইএমআইএস' উদ্বোধন করে। এক বছর ধরে এ ব্যবস্থা চীনের শতাধিক হাসপাতালের ব্যবহার করে এসোফাগিল ক্যান্সার, কোলোরেক্টল ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, স্তন ক্যান্সার, সার্ভিকাল ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগ সনাক্ত করায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এ ব্যবস্থার প্রয়োগে চার লাখ রোগী উপকৃত হয়েছেন।

এআইএমআইএস ব্যবস্থা হচ্ছে টেনসেন্ট কোম্পানি এবং চীনের অনেক হাসপাতাল ও চিকিত্সকের সহযোগিতায় উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চিকিত্সা ব্যবস্থা। এ ব্যবস্থা এআই ছবি সনাক্ত প্রযুক্তি ও ক্লিনিক চিকিত্সকের অভিজ্ঞতা সংযুক্ত করে ক্যান্সারের প্রাথমিক অবস্থা সনাক্ত করতে সক্ষম।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040