রাষ্ট্রীয় অর্থের বাজারায়ণে বিশেষ প্ল্যাটফরম গড়ে তোলা হবে
  2018-08-02 16:07:04  cri

সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিষদ 'রাষ্ট্রীয় মালিকানাধীন পুঁজি বিনিয়োগ ও পরিচালনা কোম্পানির সংস্কারের পরীক্ষামূলক প্রস্তাব' প্রকাশ করেছে। চীনের অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা গতকাল (বুধবার) বেইজিংয়ে বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন পুঁজি বিনিয়োগ ও ব্যবস্থাপনা কোম্পানির সংস্কারের মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানাধীন বাজারায়ণ ও অপারেশনের পেশাদার প্ল্যাটফরম গড়ে তোলা হবে এবং রাষ্ট্রীয় অর্থের যুক্তিযুক্ত প্রবাহ, সুবিন্যাস ও অপারেশন দক্ষতা বাড়ানোসহ নানা বিষয় এগিয়ে নেওয়া হবে। এভাবে দেশের উন্নয়ন-কৌশলের চাহিদা পূরণ করা যাবে।

বুধবার রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের নিয়মিত এক ব্রিফিংয়ে চীনা অর্থমন্ত্রীর সহকারী সু হং চাই বলেন, নতুন দফা রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের সংস্কারের মূল কাজের অন্যতম হলো, অর্থ ব্যবস্থাপনা কেন্দ্র করে রাষ্ট্রীয় মালিকানাধীন অর্থের পরিচালনা অনুমোদন ব্যবস্থার সংস্কার করা। তিনি বলেন, রাষ্ট্রীয় অর্থের মালিকানা ও ব্যবস্থাপনার অধিকার বিচ্ছেদ করা হবে এবং রাষ্ট্রীয় অর্থের বাজারায়ণ অপারেশন বাস্তবায়ন করা হবে। সরকার সরাসরি কোম্পানি পরিচালনা করবে না, শুধু রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থাপনা করবে। বাজারায়ণে কোম্পানির মূল অবস্থার জন্য কোম্পানির আত্মনিয়ন্ত্রণ, মুনাফা ও কার্যকর বৃদ্ধিতে সহায়ক।

পাশাপাশি সু হং চাই বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন পুঁজি বিনিয়োগ ও ব্যবস্থাপনা কোম্পানির প্ল্যাটফরমের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের যৌক্তিক প্রবাহ নিশ্চিত করা এবং দায়িত্ব আরও স্পষ্ট ও তত্ত্বাবধান জোরদার করা হবে বলে কার্যকরভাবে রাষ্ট্রীয় অর্থের ক্ষয়ক্ষতি প্রতিরোধ করা যাবে।

জানা গেছে, রাষ্ট্রীয় মালিকানাধীন পুঁজি বিনিয়োগ ও ব্যবস্থাপনা কোম্পানি সব দেশের অনুমোদিত রাষ্ট্রায়ত্ত একক মালিকানা। পাশাপাশি এবারের সংস্কারে পুঁজি বিনিয়োগ ও ব্যবস্থাপনায় দু'রকম কোম্পানির নিজ নিজের উদ্দেশ্য রয়েছে। এ বিষয়ে সু হং চাই বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন পুঁজি বিনিয়োগ কোম্পানি প্রধানত দেশের কৌশলে সহায়তা করে, রাষ্ট্রীয় অর্থ সুবিন্যাস বাস্তবায়ন ও শিল্পের প্রতিদ্বন্দ্বী ক্ষমতা বাড়ানো তার উদ্দেশ্য। দেশের নিরাপত্তা, অর্থনীতির প্রাণস্বরূপ গুরুত্বপূর্ণ শিল্পে কৌশলগত ও কেন্দ্রীয় ব্যবসার হোল্ডিংস নিয়ন্ত্রণ করা হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যবস্থাপনা কোম্পানির মূল উদ্দেশ্য হলো, রাষ্ট্রীয় অর্থে অপারেশন দক্ষতা ও বিনিয়োগ বাড়ানো।

জানা গেছে, ২০১৫ সালে চীন সরকার রাষ্ট্রীয় মালিকানাধীন পুঁজি বিনিয়োগ ও ব্যবস্থাপনা কোম্পানির সংস্কার দলিল প্রকাশ করার দাবি জানিয়েছে এবং ১০টি কোম্পানিতে পরীক্ষামূলক সংস্কার চালু হয়।চীনের ফিসকল সাইন্স একাডেমির গণষসম্পদ গবেষণা কেন্দ্রের উপরিচালক ওয়েন জুং ইয়ু বলেন, আগের পরীক্ষার অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি করা হয় এবারের প্রস্তাব এবং বিস্তারিতভাবে পরিবেশন করা হয়। তিনি বলেন, সার্বিক একটি পরীক্ষা চালু করা হবে। কোম্পানি কাঠামো, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা এবং কোম্পানির অপারেশেনসহ সব বিষয় এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি রয়েছে ভবিষ্যতে রাষ্ট্রীয় অর্থের মুনাফায় জমি দেওয়া এবং অর্থ নিয়ন্ত্রণের মাধ্যমে কোম্পানির প্রশাসন পদ্ধতির পরীক্ষাসহ নানা বিষয় প্রস্তাবে উল্লেখ করা হয়।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম ৬ মাসে, চীনের রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের মোট আয় ২৭.৭৬ ট্রিলিয়ন ইউয়ান এবং মুনাফা ১.৭২ ট্রিলিয়ন ইউয়ান হয়েছে। শুল্ক আদায় হয়েছে ২.২৯ ট্রিলিয়ন ইউয়ান। যা গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ১০.২ শতাংশ, ২১.১ শতাংশ ও ১০ শতাংশ বেশি।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040