চীন ও লাওসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
  2018-08-02 11:36:50  cri
অগাস্ট ২: সিঙ্গাপুরে পূর্ব-এশিয়া সহযোগিতার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণের প্রাক্কালে গতকাল (বুধবার) লাওসের পররাষ্ট্রমন্ত্রী সালেউমক্সে কোমাসিথের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠক করেছেন।

বৈঠকে ওয়াং ই বলেন, চীন ও লাওসের সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হচ্ছে। গত নভেম্বরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং লাওসে ঐতিহাসিক সফর করেন। এরপর মে মাসে লাওসের প্রেসিডেন্ট বোনহাং ভোরাচিত চীন সফর করেন। এসব সফরের মাধ্যমে দু'দেশের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক গভীরতর করা এবং কৌশলগত অভিন্ন লক্ষ্যের কমিটি গঠনে দু'পক্ষ একমত হয়েছে। লাওসের সঙ্গে উচ্চ পর্যায়ের আদানপ্রদান বজায় রেখে চীন-লাওস অর্থনৈতিক করিডর ও চীন-লাওস রেলপথ প্রকল্প উন্নত করতে চায় চীন। লাওস'সহ বিভিন্ন দেশের সঙ্গে আসন্ন পূর্ব-এশিয়া সহযোগিতা পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন ফলপ্রসূ করতে যৌথ প্রচেষ্টা চালাতে চায় চীন।

লাওসের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলে বাঁধ ভাঙা দুর্ঘটনায় চীন প্রথম সহানুভূতি জানিয়েছে এবং জরুরি উদ্ধারকারী দল ও ত্রাণ পাঠিয়েছে; লাওস কখনও তা ভুলবে না! চীনের সঙ্গে অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে চায় লাওস।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040