ছিংহাই-তিব্বতি ওষুধ শিল্পের মূল্য ২.৬ বিলিয়ন ইউয়ান
  2018-08-02 11:34:05  cri
অগাস্ট ২: গত বছর ছিংহাই প্রদেশের তিব্বতি ওষুধ শিল্পের মূল্য ২.৬ বিলিয়ন ইউয়ানে দাঁড়ায়। এ পরিমাণ সারা দেশে তিব্বতি ওষুধ শিল্পের মোট মূল্যের ৪৪ শতাংশ।

ছিংহাইয়ের বৈশিষ্ট্যময় ভৌগোলিক অবস্থার সুবিধা তিব্বতি ওষুধশিল্প উন্নয়নে সহায়তা করেছে। গোটা ছিংহাই প্রদেশে তিব্বতি ওষুধের ১২৯৪ রকম কাঁচামাল রয়েছে। এর মধ্যে ১০৮৭ ধরনের গাছ, ১৫০ প্রজাতির পশু ও ৫৭ ধরনের খনিজ উপাদান রয়েছে।

ছিংহাই প্রদেশে সাম্প্রতিক বছরগুলোতে প্রধান প্রধান শিল্পপ্রতিষ্ঠান উন্নয়নে অনেক সুবিধা-সুযোগ দিয়ে আসছে। বর্তমানে মোট ১৯টি তিব্বতি ওষুধ কোম্পানি ছিংহাই প্রদেশের শিল্প উন্নয়ন খাতে বৈশিষ্ট্যময় হয়ে উঠেছে। পরিকল্পনা অনুযায়ী ২০২০ সালের মধ্যে পর্যাপ্ত কাঁচামাল সরবরাহ থাকলে উদ্ভাবনশীল ও সম্পূর্ণ আধুনিক তিব্বতি ওষুধ শিল্প ব্যবস্থা গড়ে উঠবে।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040