চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  2018-08-02 11:01:32  cri
অগাস্ট ২: গতকাল (বুধবার) সিঙ্গাপুর সফররত কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখোনন এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কম্বোডিয়ার জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া ও প্রধানমন্ত্রী হুন সেনের পুননির্বাচনে অভিনন্দন জানিয়েছেন ওয়াং ই।

তিনি আরো বলেন, চলতি বছর দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। এ গুরুত্বপূর্ণ মুহূর্তে ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে ধারাবাহিক উদযাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে। তা ছাড়া, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগসহ কৃষিজাত দ্রব্য, শিক্ষা ও সংস্কৃতি খাতে সহযোগিতা জোরদার করা উচিত। চলমান অস্থিতিশীল আন্তর্জাতিক প্রেক্ষাপটে দু'পক্ষের উচিত যৌথভাবে একতরফাবাদ ও সংরক্ষণবাদের বিরোধিতা করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখা।

সোখোনন বলেন, দেশের নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু, সুশৃঙ্খল ও স্বচ্ছ হয়েছে। চীন কম্বোডিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ ও নির্ভরশীল বন্ধু; দীর্ঘসময় চীনের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। ভবিষ্যতে চীনের সঙ্গে যোগাযোগ রেখে যৌথভাবে বহুপক্ষবাদ ও আন্তর্জাতিক নীতি রক্ষা করতে চান তিনি।(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040