যুক্তরাষ্ট্রের সঙ্গে কোরীয় উপদ্বীপের সমস্যা নিয়ে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে চীন
  2018-08-01 19:57:49  cri
অগাস্ট ১: চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোরীয় উপদ্বীপের সমস্যা নিয়ে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (বুধবার) বেইজিংয়ে আয়োজিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র গতকাল (মঙ্গলবার) জানায়, উত্তর কোরিয়ার সমস্যা সমাধানে চীন বাধা দিতে পারে।

এ সম্পর্কে কেং শুয়াং বলেন, সবাই জানে যে, চীন স্থায়ীভাবে কোরীয় উপদ্বীপের সমস্যা সমাধানের চেষ্টা করে আসছে। আসলে এ সমস্যায় চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে বরাবরই ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে। বেইজিং আশা করে, সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ একসঙ্গে কোরীয় উপদ্বীপের বর্তমান স্থিতিশীল সুযোগ ধরে রাজনৈতিক পদ্ধতিতে সমস্যা সমাধান করবে, যাতে যথাশীঘ্রই উপদ্বীপের পরমাণু অস্ত্র মুক্তকরণ বাস্তবায়ন করা যায়। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040