যুক্তরাষ্ট্রের চীন থেকে আমদানিকৃত পণ্যের শুল্ক ২৫ শতাংশ বৃদ্ধির হুমকি কার্যকর হবে না: বেইজিং
  2018-08-01 19:55:51  cri
অগাস্ট ১: যুক্তরাষ্ট্র চীন থেকে আমদানিকৃত পণ্যদ্রব্যের শুল্ক ২৫ শতাংশ বৃদ্ধি করবে। যদি যুক্তরাষ্ট্র সত্যি এ ব্যবস্থা নেয়, তাহলে চীন অবশ্যই পাল্টা ব্যবস্থা নেবে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (বুধবার) বেইজিংয়ে আয়োজিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের কোনো হুমকি চীনের ওপর কার্যকর হবে না। চীন দৃঢ়ভাবে বৈধ স্বার্থ সুরক্ষা করতে থাকবে। চীন সংলাপ ও আলোচনার মাধ্যমে দু'দেশের বাণিজ্যিক সংঘাত সমাধানের প্রস্তাব করে। কিন্তু যে-কোনো সংলাপ শুধুমাত্র পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে করা হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বুধবার রাতে চীনের ২০ বিলিয়ন ডলারের পণ্যে ১০ থেকে ২৫ শতাংশ হারে শুল্ক আদায় শুরু করার কথা ঘোষণা করবে বলে জানা গেছে। । (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040