উত্তর কোরিয়ার সমস্যা সমাধানে চীন চীনকে বাধা দিতে পারে
  2018-08-01 19:46:12  cri
অগাস্ট ১: ১ অগাস্ট হল চীনা গণমুক্তি ফৌজ প্রতিষ্ঠার দিবস। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধিদল গতকাল (মঙ্গলবার) এ দিবস উপলক্ষ্যে অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করে। চীনের স্থায়ী প্রতিনিধি মা ছাও স্যু, জাতিসংঘের তিনজন উপ-মহাসচিব জাঁ-পিয়ের রিনাউড ল্যাক্রোয়িক্স, আতুল খার ও পিটার থমাস দ্রেন্নান, মহাসচিবের সামরিক উপদেষ্টা কার্লোস হুমবার্তো লোয়েটি এবং জাতিসংঘে বিভিন্ন প্রতিনিধি দলের সামরিক ও পুলিশ উপদেষ্টাসহ প্রায় তিন শতাধিক ব্যক্তি এ অনুষ্ঠানে অংশ নেন।

চীনের স্থায়ী প্রতিনিধি দলের সামরিক স্টাফ গ্রুপের প্রধান কমান্ডার হুয়া বো অনুষ্ঠানে তাঁর ভাষণে বলেন, চীনা গণমুক্তি ফৌজ প্রতিষ্ঠার ৯১ বছর ধরে চীনা জাতির স্বাধীনতা ও মুক্তি বাস্তবায়ন এবং দেশের সার্বভৌম ক্ষমতা, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনা বাহিনীর কাঠামো, শক্তির ব্যবস্থা ও শৈলী প্রতিষ্ঠায় অনেক অগ্রগতি হয়েছে। চীনা বাহিনী সমুদ্রে ক্ষমতা সুরক্ষা, সন্ত্রাসবাদ দমন, দুর্যোগে উদ্ধার ও ত্রাণ, আন্তর্জাতিক শান্তি সুরক্ষা, এডেন উপসাগরে পরিবহন সুরক্ষা এবং মানবিক উদ্ধারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। এ পর্যন্ত চীনা বাহিনী মোটামুটি নিরস্ত্রীকরণের ৩ লাখ লক্ষ্য বাস্তবায়ন করেছে।

অনুষ্ঠানে বিভিন্ন দেশ ও অঞ্চলের অংশগ্রহণকারী অতিথিরা চীনা গণমুক্তি ফৌজ প্রতিষ্ঠার ৯১তম বার্ষিকীতে অভিনন্দন জানান এবং জাতিসংঘের শান্তি রক্ষা অভিযান ও বিশ্বের শান্তি সুরক্ষার ক্ষেত্রে চীনা বাহিনীর ইতিবাচক অবদানের প্রশংসা করেন। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040