সেনাবাহিনী সম্পর্কিত গান
  2018-08-01 19:26:50  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন, বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েইফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ এই সময় আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে মনের কিছু কথা শেয়ার করতে পারি। যদিও চীন এবং বাংলাদেশের মধ্যে ভৌগলিক দূরত্ব অনেক বেশি, তবে সংগীতের জগতে কোনো সীমানা নেই, আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে অনুভব করি যেন আমি আপনাদের সাথেই আছি, তা আমার জন্য খুব সুন্দর মুহূর্ত।

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সঙ্গীতের দুনিয়ায়।

প্রিয় বন্ধুরা, ১ অগাস্ট চীনের গণমুক্তি ফৌজ প্রতিষ্ঠা দিবস। আজকের অনুষ্ঠানে আপনাদের সেনাবাহিনী সম্পর্কিত কয়েকটি সুন্দর গান শোনাবো, আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে।

প্রথমে শুনুন 'আমরা সৈন্য' নামে একটি গান। এই গানটি চীনের সেনাবাহিনীতে অতি জনপ্রিয়। (১)

বন্ধুরা, চলতি বছর হল চীনের গণমুক্তি ফৌজ প্রতিষ্ঠার ৯১তম বার্ষিকী। ৯১ বছরে চীনের সৈন্যরা দেশ প্রতিরক্ষা এবং জনগণের স্বার্থ রক্ষায় বিরাট অবদান রেখেছেন। তাই তাদের জন্য শিল্পীরা রচনা করেছেন অসংখ্য সুন্দর গান। এখন যে গান আপনাদের শোনাতে যাচ্ছি, এর নাম 'সেনা বন্দরের রাত'। গানটি প্রধানত নৌবাহিনীর জন্য রচনা করা হয়েছে। (২)

বন্ধুরা, এখন আপনাদের শোনাবো 'রোদ-ঝলমলে দিন' নামে একটি গান। গানটিতে বসন্তকালে একটি মেঘমুক্ত দিনের সুন্দর দৃশ্য বর্ণনা করা হয়েছে। গানে একটি মেয়ে প্রিয় মানুষের কথা মনে পড়তে পড়তে গান গাইছে। তার প্রিয় মানুষ ঠিক একজন সৈন্য। দেশের নিরাপত্তা রক্ষায় বাসা ত্যাগ করেছেন। আচ্ছা, এখন শুনুন এই সুন্দর গান। (৩)

প্রিয় বন্ধুরা, যুদ্ধ ছাড়াও আসলে অনেক জায়গায় দেখা যায় সৈন্যকে। যেমন বন্যার সময়, ভূমিকম্পে উদ্ধার ও ত্রাণের সময়, যেখানে লোকজনের প্রয়োজন আছে, সেখানে দেখা যায় সৈন্যরা সাহায্য দিচ্ছে। জনগণের মনে, সৈন্যরাই মহান মানুষ। এখন শুনুন 'যদি আমি মহান কাজ না করি ' নামে একটি গান। (৪)

বন্ধুরা, লোকেরা সবসময় বলে, যদি একজন মেয়ে একজন সৈন্যকে ভালোবাসে, তাহলে তাদের প্রেম ততটা সহজ হবে না। কারণ তারা হয়তো একসাথে থাকতে পারে না, প্রিয় মানুষকে দেখতে পারে না। এসবই একজন সৈন্যের দায়িত্ব পালনের জন্য। তবে এমন প্রেম মহানও বলতে পারি। ঠিক এসব সৈন্যের চেষ্টায় আমাদের জীবন এত সুন্দর এবং শান্ত হতে পারে। এখন শুনুন 'তোমার সুন্দর চুল, আমাদের বন্দুক' নামে একটি গান। (৫)

প্রিয় বন্ধুরা, বিভিন্ন রকমের বাহিনীর মধ্যে সীমান্তরক্ষী বাহিনীর কাজ অনেক গুরুত্বপূর্ণ এবং কঠিন। তা দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করে। তাই চীনের অনেক শিল্পী সীমান্তরক্ষী বাহিনীর জন্যও অনেক সুন্দর গান রচনা করেছেন। এখন শুনুন 'আমি সীমান্তরক্ষীকে পছন্দ করি' নামে একটি গান। গানের কন্ঠশিল্পী সিয়াও চেং। (৬)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন 'সে জায়গা সুরক্ষিত করছে' নামে একটি গান। গানের কন্ঠশিল্পী সুই ফেই। গানের কথা এমন, সে জায়গা সুরক্ষিত করছে, সে দেশের সীমান্ত রক্ষা করছে, সবাই পরিবারের সাথে থাকে, সে শুধুই কল্পনার মাধ্যমে দেশে ফিরে যেতে পারে। (৭)

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো আরেকটি সৈন্যের গান। গানের নাম 'আমাদের দেখা গানের মত'। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে। (৮)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040