যুক্তরাষ্ট্রের উচিত শুল্কের ব্যবস্থা ছেড়ে সদিচ্ছা প্রকাশ করা
  2018-08-01 19:19:45  cri
অগাস্ট ১: চার মাস সময়ব্যাপী চীন-মার্কিন আর্থিক সংঘাতের নতুন পরিস্থিতি দেখা যাচ্ছে। ব্লুমবার্গের খবরে প্রকাশ, মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মুচিন ও চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ হ্য-এর প্রতিনিধি দু'দেশের আর্থিক আলোচনা পুনরায় আয়োজনের বিষয় নিয়ে বৈঠক করছেন। এর সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র সম্ভবত শিগগির চীন থেকে আমদানিকৃত ১৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্যের ওপর শুল্ক আরোপ করবে। এ ছাড়া মার্কিন সরকার ২০০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের চীনা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার কথা বিবেচনা করছে, যা আগের ঘোষিত ১০ শতাংশ শুল্কের চেয়ে অনেক বেশি।

একদিকে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে আলোচনা করার কথা ঘোষণা করেছে, অন্যদিকে শুল্ক আরোপের মাধ্যমে বল প্রয়োগ করছে। স্পষ্টভাবে বোঝা যায়, যুক্তরাষ্ট্রের সমস্যা সমাধানের সদিচ্ছা নেই। বরং আরো বেশি স্বার্থ অর্জনের জন্য কাজ করছে। আসলে চীন তা সব অনুমান করেছে। তাই চীন সব প্রস্তুতি নিয়েছে এবং নিশ্চয়ই পাল্টা ব্যবস্থা নেবে।

শুল্ক ও বাণিজ্য যুদ্ধের প্রভাবে বর্তমানে যুক্তরাষ্ট্রের অনেক শিল্প প্রতিষ্ঠানের সম্মুখীন চাপ বেড়ে যাচ্ছে। অর্থনীতিবিদরা হুশিয়ারি করে জানান, অবশেষে বাণিজ্য যুদ্ধের সব খবর ভোক্তাদের ওপর আরোপিত হবে। নোবেল অর্থনীতি পুরস্কার বিজয়ী জোসেফ স্টিগলিজ সম্প্রতি এক প্রবন্ধে বলেছেন, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে ব্যর্থ হবে।

চীন বাণিজ্য যুদ্ধকে ভয় পাবে না, এবং প্রয়োজন হলে চীন অবশ্যই নিজ দেশের স্বার্থ রক্ষা করবে এবং সংশ্লিষ্ট ব্যবস্থা নেবে। যদি যুক্তরাষ্ট্র সত্যি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে চায়, তাহলে দেশটিকে শুল্কের ব্যবস্থা ছেড়ে কিছু সদিচ্ছা প্রকাশ করতে হবে। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040