কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  2018-08-01 18:29:41  cri
অগাস্ট ১: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আজ (বুধবার) কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীভবনে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে বৈঠক করেন।

মাহাথির বলেন, মালয়েশিয়া ও চীনের মৈত্রী সুদীর্ঘকালের। এখন চীন আঞ্চলিক উন্মুক্তকরণ ও সমৃদ্ধির জন্য ইতিবাচক চেষ্টা চালাচ্ছে এবং অবদান রাখছে। বিশেষ করে প্রেসিডেন্ট সি চিন পিং-এর উত্থাপিত ২১ শতাব্দীর 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ হল আঞ্চলিক অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধি বাস্তবায়নের খুব বিরাট সুযোগ। মালয়েশিয়া সক্রিয়ভাবে এর সমর্থন করবে এবং এতে অংশ নেবে।

ওয়াং ই বলেন, চীন ও মালয়েশিয়ার সহযোগিতার সুপ্তশক্তি অনেক। চীন মালয়েশিয়ার সঙ্গে যৌথ চেষ্টা চালাতে, ভবিষ্যতের সহযোগিতার পরিকল্পনা করতে, দ্বিপক্ষীয় সম্পর্কের সুন্দর ভবিষ্যত উন্মোচন করতে ইচ্ছুক। মালয়েশিয়া 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের জন্য বিশেষ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা ও এশিয়ার সমৃদ্ধির জন্য অবদান রাখতে পারবে।

এ ছাড়া দু'পক্ষ আঞ্চলিক পরিস্থিতি এবং চীন ও যুক্তরাষ্ট্রের আর্থিক সংঘাতসহ বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেছে। দু'পক্ষ একমত হয়েছে যে, বাণিজ্য যুদ্ধে কেউই বিজয়ী হবে না। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040