বেইজিংয়ে সিপিসি'র বিশেষ সম্মেলনে দ্বিতীয়ার্ধে দেশের অর্থনৈতিক কাজের বিন্যাস
  2018-08-01 16:13:22  cri
অগাস্ট ১: গতকাল (মঙ্গলবার) চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সম্মেলন বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। সিপিসি'র সাধারণ সম্পাদক সি চিন পিং সম্মেলনে সভাপতিত্ব করেন। জটিল বৈশ্বিক পরিবেশের সম্মুখীন হয়ে সম্মেলনে ছয়টি ক্ষেত্র থেকে দ্বিতীয়ার্ধে চীনের অর্থনৈতিক কাজের বিন্যাস করা হয়।

বিশ্লেষকের ধারণায়, অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন বজায় রাখা, ঝুঁকি প্রতিরোধ করা, রিয়েল ইকোনোমিকে আরো ভালোভাবে সেবা করা, রিয়েল এস্টেট বাজারের সমস্যাকে দৃঢ়ভাবে সমাধান করাসহ বিভিন্ন বিষয় হল এবার সম্মেলনের প্রকাশিত গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

সম্মেলনে বলা হয়েছে, বর্তমানে অর্থনীতির স্থিতিশীল উন্নয়নে কিছুটা পরিবর্তনও আছে। চীনের অর্থনীতি কিছু নতুন সমস্যা এবং নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সংঘাত এবং বাইরের অনির্দিষ্টতার বৃদ্ধি চীনের অর্থনীতির উন্নয়নের ওপর কিছু নেতিবাচক প্রভাব ফেলছে। এবারের সম্মেলনে 'ছয়টি স্থিতিশীলতা'-এর কথা উল্লেখ করা হয়েছে। তা হল 'কর্মসংস্থান স্থিতিশীল করা, অর্থ স্থিতিশীল করা, বৈদেশিক বাণিজ্য স্থিতিশীল করা, বৈদেশিক পুঁজি স্থিতিশীল করা, পুঁজি বিনিয়োগকে স্থিতিশীল করা এবং অনুমান স্থিতিশীল করা'।

এ ছাড়া দ্বিতীয়ার্ধে চীন আরো ভালোভাবে জনগণের জীবনযাপনের মান ও সমাজের স্থিতিশীলতা নিশ্চিত করবে। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040