২০১৮ রোবট সম্মেলনে বিভিন্ন পরিষেবা রোবট (২)
  2018-08-01 15:49:09  cri
অগাস্ট ১: আগামী ১৫ থেকে ১৯ অগাস্ট বেইজিংয়ে অনুষ্ঠিত হবে 'তৃতীয় বিশ্ব রোবট সম্মেলন'। এবারের সম্মেলনে দৃষ্টি আকর্ষণকারী রোবটের মধ্যে মানুষের দৈনন্দিন কাজে সহযোগী পরিষেবা রোবটগুলো বেশ আকর্ষণীয়। পরিষেবা রোবটগুলো মানুষের জীবনযাত্রায় কার্যকর সহযোগী হবে বলে ধারণা করা হচ্ছে।

যেমন, শিনসুং কোম্পানির তৈরি রোবট মঞ্চে সুন্দরভাবে নাচতে পারে। শিল্প ও শিল্পকলা, এ দু'টি বিষয় সংযুক্তির একটি নমুনা হচ্ছে শিনসুং নাচের রোবট। উচ্চ মানের প্রযুক্তির ব্যবহারে রোবটটি জটিল নাচের মুভমেন্ট করতে পারে এবং দর্শকদের নিরাপত্তাও নিশ্চিত করতে পারে। এ ধরনের রোবট বর্তমানে স্বয়ংক্রিয় পার্কিং ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

গ্রি রোবট সংগীত ব্যান্ডটি ৮টি জিআর৬০৬ রোবট দিয়ে গঠিত। এ ব্যান্ডদল ড্রামস, গিটার, বেস, কিবোর্ড ও কারিলন-এই পাঁচটি বাদ্যযন্ত্র বাজাতে পারে। একজন কনডাক্টরের পরিচালনায় ব্যান্ডটি সুন্দর গান পরিবেশন করে। গ্রি কোম্পানি বর্তমানে এসি ও ফ্রিজ তৈরির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করছে।

ঘরে ময়লা হলে কোনো সমস্যা নেই । এসে গেছে আইরোবট রুমবা ৯৮০ রোবট। আইরোবট কোম্পানির তৈরি রুমবা ৯৮০ রোবটটি সহজেই ঘর পরিষ্কার করতে পারে। তার উন্নত সেন্সিং ব্যবস্থার মাধ্যমে প্রতি সেকেন্ড ৬০ বার সিদ্ধান্ত নিতে পারে। ঘরের বিভিন্ন অবস্থা ও জায়গা সে পরিষ্কার করতে পারে।

'বুদ্ধিমান নয়া শক্তি সৃষ্টি করা, উন্মুক্ত নতুন যুগ উপভোগ করা' প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের সম্মেলনটি 'ফোরাম', 'মেলা' ও 'প্রতিযোগিতা' তিনটি ভাগে বিভক্ত। রোবট গবেষণা ক্ষেত্রে বিশ্বের ৩০০ জন শ্রেষ্ঠ বিশেষজ্ঞ এবং ১৫০টি রোবট উত্পাদন কোম্পানি এতে অংশগ্রহণ করবে।

অংশগ্রহণকারীরা রোবটের কৌশলগত উন্নয়ন, রোবট প্রযুক্তির উন্নয়ন, বাস্তব ব্যবহার এবং ভবিষ্যত প্রভাব নিয়ে আলোচনা করবেন।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040