২০১৮ রোবট সম্মেলনে বিভিন্ন পরিষেবা রোবট (১)
  2018-08-01 15:35:28  cri
অগাস্ট ১: আগামী ১৫ থেকে ১৯ অগাস্ট বেইজিংয়ে অনুষ্ঠিত হবে 'তৃতীয় বিশ্ব রোবট সম্মেলন'। এবারের সম্মেলনে দৃষ্টি আকর্ষণকারী রোবটের মধ্যে মানুষের দৈনন্দিন কাজে সহযোগী 'পরিষেবা রোবট' বেশ গুরুত্ব পেয়েছে। পরিষেবা রোবটগুলো মানুষের জীবনযাত্রায় কার্যকর সহযোগী হবে বলে ধারণা করা হচ্ছে।

তেমনই একটি রোবট ইকোভাক্স কোম্পানির তৈরি ওয়াং পাও। সম্প্রতি ইন্টারনেটে চীনের কমিউনিকেশন ব্যাংকে ওয়াং পাও রোবটের সেবা কার্যক্রমের ভিডিও বেশ জনপ্রিয়তা পেয়েছে। রোবটটি বিভিন্ন কাজে সাহায্যের পাশাপাশি লোকজনের সঙ্গে রসিক আলাপও করতে পারে। ওয়াং পাওয়ের মতো জনসাধারণের কাজে সহযোগিতাকারী কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন পরিষেবা রোবট এখন চীনের সরকারি পর্যায়, ব্যাংক ও খুচরা কেনাবেচায় ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

তা ছাড়া, ভিকরোব মোবাইল রোবটটি ভালোভাবে চলাফেরা করে। এটি একটি মোবাইল রোবট। এ রোবট উঁচু-নিচু পথ ও সাধারণ রাস্তায় চলাফেরা করতে পারে। সামনে কোন বাধা থাকলে সে ডিঙিয়ে যেতে পারে। সেইসঙ্গে ভিকরোব মানুষের সঙ্গেও যোগাযোগ করতে পারে। তার চলাফেরার প্রযুক্তিতে কিছু পরিবর্তন করলে এটি দেয়ালের ওপরেও বিভিন্ন কাজ করতে পারে।

পেস্টো কোম্পানির উত্পাদিত বায়োনিক ফ্লাইং ফক্স হচ্ছে কোম্পানিটির সর্বশেষ গবেষণার ফসল। গবেষকরা ফ্লাইং ফক্সের বৈশিষ্ট্য অনুযায়ী বায়োনিক রোবটটিকে ওড়ার শক্তি দিয়েছেন। রোবটটি ওড়ার অভিজ্ঞতা থেকে শিখতে পারে, যাতে ভবিষ্যতে ওড়ার ক্ষেত্রে সুবিধাজনক পদ্ধতি বেছে নেওয়া যায়! বায়োনিক ফ্লাইং ফক্স হলো, বায়োনিক্স প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়। এর মাধ্যমে পশুপাখির ওড়ার রহস্য উন্মোচিত হচ্ছে।

'বুদ্ধিমান নয়া শক্তি সৃষ্টি করা, উন্মুক্ত নতুন যুগ উপভোগ করা' প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের সম্মেলনটি 'ফোরাম', 'মেলা' ও 'প্রতিযোগিতা' তিনটি ভাগে বিভক্ত। রোবট গবেষণা ক্ষেত্রে বিশ্বের ৩০০ জন শ্রেষ্ঠ বিশেষজ্ঞ এবং ১৫০টি রোবট উত্পাদন কোম্পানি এতে অংশগ্রহণ করবে।

অংশগ্রহণকারীরা রোবটের কৌশলগত উন্নয়ন, রোবট প্রযুক্তির উন্নয়ন, বাস্তব ব্যবহার এবং ভবিষ্যত প্রভাব নিয়ে আলোচনা করবেন।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040