এমএইচ৩৭০ বিমান দুর্ঘটনার জেরে পদত্যাগ করেছেন মালয়েশিয়ার সিভিল এভিয়েশন ব্যুরোর পরিচালক
  2018-08-01 15:01:33  cri
অগাস্ট ১: মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ৩৭০ বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনে কুয়ালালামপুর এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারের অসঙ্গতিপূর্ণ কাজের কথা উল্লেখ করা হয়েছে। এ ঘটনার জেরে পদত্যাগ করেছেন দেশটির সিভিল এভিয়েশন ব্যুরোর পরিচালক আজহারউদ্দিন আব্দুর রহমান।

আজহারউদ্দিন আব্দুর রহমান এক বিবৃতিতে বলেন, নিরাপত্তা তদন্ত প্রতিবেদনে এমএইচ৩৭০ বিমান দুর্ঘটনার কারণ হিসেবে সিভিল এভিয়েশন ব্যুরোর কথা বলা হয়নি। কিন্তু কুয়ালালামপুরে এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারের নিয়ম বহির্ভূত অপারেশনের কথা উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, গত চার বছর ধরে তিনি এমএইচ৩৭০ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারকাজে সর্বোচ্চ চেষ্টা ও সমন্বয় করেছেন।

উল্লেখ্য, ২০১৪ সালের মার্চ মাসে মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান এমএইচ৩৭০ দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছে বিশেষ তদন্ত গ্রুপ।

(জিনিয়া/তৌহিদ/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040