উত্তর-দক্ষিণ কোরিয়ার জেনারেল পর্যায়ে সামরিক বৈঠক অনুষ্ঠিত
  2018-08-01 15:00:12  cri

অগাস্ট ১: উত্তর ও দক্ষিণ কোরিয়ার সামরিক পক্ষ গতকাল (মঙ্গলবার) পানমুনজমে 'নবম উত্তর-দক্ষিণ কোরিয়ার জেনারেল পর্যায়ের সামরিক বৈঠক' আয়োজন করেছে। এতে 'পানমুনজম ঘোষণা' বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়েছে।

এ বৈঠকে মূলত সামরিক ক্ষেত্রে 'পানমুনজম ঘোষণা' বাস্তবায়ন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই পক্ষ প্রধানত পানমুনজম বেসামরিক এলাকা থেকে সেনা প্রত্যাহার ও এ অঞ্চলকে অস্ত্রমুক্ত করাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছে। বেশিরভাগ ইস্যুতে মতভেদ দূর হলেও, কিছু বিষয়ে মতৈক্য না হওয়ায় বিবৃতিতে তা উল্লেখ করা হয়নি।

জানা গেছে, পরবর্তীতে দুই কোরিয়া ফোনালাপ ও কার্যকর সাক্ষাতের মাধ্যমে অমীমাংসিত বিভিন্ন ইস্যুতে মতবিনিময় ও আলোচনা করবে।

(জিনিয়া/তৌহিদ/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040