চীনা পররাষ্ট্রমন্ত্রী ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
  2018-08-01 14:58:19  cri

অগাস্ট ১: গতকাল (মঙ্গলবার) চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কুয়ালালামপুরে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে ওয়াং ই বলেন, চীন ও মালয়েশিয়ার ঐতিহ্যগত বন্ধুত্ব রয়েছে। দু'টি উন্নয়নশীল দেশ হিসেবে দু'দেশের মধ্যে মতভেদের চেয়ে অভিন্ন কল্যাণ অনেক বেশি। দু'পক্ষের সম্পর্কের গুরুত্বপূর্ণ কৌশলগত তাত্পর্য আছে। মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় বেইজিং। মালয়েশিয়ার নতুন সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ের বিনিময় গভীর করে ভবিষ্যত সম্পর্ক উন্নয়নে পরিকল্পনা করতে চায় বেইজিং।

তিনি আরো বলেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে মালয়েশিয়ার ইতিবাচক সমর্থনকে প্রশংসা করে চীন। তিনি বিশ্বাস করেন, দু'দেশ 'এক অঞ্চল, এক পথ' নির্মাণ করে আরো বিস্তৃত সহযোগিতার সুযোগ তৈরি করবে।

সাইফুদ্দিন আবদুল্লাহ বলেন, চীন হচ্ছে মালয়েশিয়ার সুপ্রতিবেশী দেশ এবং গুরুত্বপূর্ণ অংশীদার। দু'দেশের সম্পর্ককে অনেক গুরুত্ব দেয় মালয়েশিয়া। এই সম্পর্ক গভীর করা, আর্থ-বাণিজ্যিক, পর্যটন, সংস্কৃতি ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চায় তাঁর দেশ। তা ছাড়া, ইতিবাচকভাবে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে অংশ নেবে মালয়েশিয়া।

(জিনিয়া/তৌহিদ/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040