চীনা গণমুক্তি ফৌজ প্রতিষ্ঠার ৯১তম বার্ষিকী উপলক্ষ্যে নেপালে চীনা দূতাবাসের ভোজসভা
  2018-08-01 14:27:51  cri
অগাস্ট ১: চীনা গণমুক্তি ফৌজ প্রতিষ্ঠার ৯১তম বার্ষিকী উপলক্ষ্যে নেপালে চীনা দূতাবাস গতকাল (মঙ্গলবার) কাঠমান্ডুতে এক ভোজসভার আয়োজন করে। নেপালে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়ু হুং, সামরিক অ্যাটাশে লিউ সিয়াও কুয়াং, নেপালের সেনাবাহিনীর প্রধান রাজেন্দ্র ছেত্রি, নেপালের সরকার, সেনাবাহিনীর প্রতিনিধি, চীনা শিল্পপ্রতিষ্ঠান, তথ্য মাধ্যম এবং প্রবাসী চীনাসহ প্রায় ২৬০ জন এতে অংশ নেন।

সভায় লিউ সিয়াও কুয়াং ভাষণে বলেন, চীন ও চীনের সেনাবাহিনীর উন্নয়ন ও শক্তিশালী হওয়া মানে বিশ্বের শান্তি শক্তির উন্নয়ন হওয়া। চীন দৃঢ়ভাবে বিশ্ব শান্তির নির্মাণকারী, বিশ্ব উন্নয়নের অবদানকারী এবং আন্তর্জাতিক শৃঙ্খলার রক্ষাকারী। চীন ও নেপালের সামরিক বিনিময় ও সহযোগিতার ভবিষ্যত্ উজ্জ্বল। চীনা বাহিনী নেপালের বাহিনীর সঙ্গে হাতে হাত রেখে অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে ইচ্ছুক।

নেপালের সেনাপ্রধান রাজেন্দ্র ছেত্রি বলেন, নেপাল-চীন সম্পর্কের কোনো সমস্যা নেই। নেপাল বরাবরই 'এক চীন' নীতিতে অবিচল থাকবে। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040