হংকংয়ে চীনা গণ-মুক্তিফৌজ প্রতিষ্ঠার ৯১তম বার্ষিকী উদযাপিত
  2018-08-01 11:06:21  cri
অগাস্ট ১: গতকাল (মঙ্গলবার) রাতে হংকংয়ে অনুষ্ঠিত হলো চীনা গণ-মুক্তিফৌজ প্রতিষ্ঠার ৯১তম বার্ষিকীর অনুষ্ঠান। চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস চেয়ারম্যান তুং চিয়েন হুয়া, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক লিন জেং ইয়ুয়ে অ্য, হংকংস্থ কেন্দ্রীয় সরকারের যোগাযোগ অফিসের প্রধান ওয়াং জি মিন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হংকংস্থ বিশেষ প্রতিনিধি শিয়ে ফেং, হংকংস্থ গণ-মুক্তিফৌজের সেনাপতি থান বেন হুং ও রাজনৈতিক কমিশনার ছাই ইয়ুং জুং প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হংকংয়ের বিভিন্ন মহলের ৪০০ অতিথি অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে দেওয়া ভাষণে থান বেন হুং বলেন, চলতি বছর চীনা গণ-মুক্তিফৌজ প্রতিষ্ঠার ৯১তম বার্ষিকী এবং হংকং মূল-ভূভাগের কোলে ফিরে আসা ও হংকংস্থ গণ-মুক্তিফৌজ প্রতিষ্ঠার ২১তম বার্ষিকী। ২১ বছর ধরে হংকংস্থ বাহিনী 'এক চীন, দুই ব্যবস্থা' নীতি অনুসরণ করে নিজ দায়িত্ব পালন করে আসছে। গণ-মুক্তিফৌজের মৌলিক দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিলেমিশে নিজস্ব বৈশিষ্ট্য তৈরি করেছে। তারা হংকংয়ের নিরাপত্তা ও নির্মাণে অপূর্ব অবদান রেখেছে।

তিনি আরো জানান, প্রতিষ্ঠার ২১ বছরে হংকংস্থ বাহিনী মোট ৩০ বার 'উন্মুক্ত দিবস' অনুষ্ঠান উদযাপন করেছে। এতে হংকংয়ের মোট ৭ লাখ ৩১ হাজার মানুষ বাহিনীর ক্যাম্প পরিদর্শন করেছেন। বাহিনীর সামরিক কর্মকর্তা ও সেনারা ২০ বার বিনামূল্যে রক্তদান করেছে। ৭ হাজার ৬শ সেনা মোট ৩৩ লাখ ৮০ হাজার লিটার রক্ত দিয়েছে।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040