চীনের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বেইজিংয়ে সরকারের বিশেষ সম্মেলন
  2018-07-31 19:28:16  cri
জুলাই ৩১: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক সম্মেলন আয়োজন করে। এতে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গবেষণা ও আলোচনা করা হয়, এ ছাড়া দ্বিতীয়ার্ধে দেশের অর্থনৈতিক কাজের বিন্যাস করা হয়। সিপিসি'র সাধারণ সম্পাদক সি চিন পিং সম্মেলনে সভাপতিত্ব করেন।

সম্মেলনে বলা হয়, প্রথমার্ধে দেশের অর্থনীতির স্থিতিশীল ও সুষ্ঠু উন্নয়ন বজায় রয়েছে। পরবর্তীতে সক্রিয় আর্থিক নীতি ও স্থিতিশীল মুদ্রা নীতিতে অবিচল থাকতে হবে। যাতে অর্থনীতির সুষ্ঠু উন্নয়ন বজায় রাখা যায়। এ ছাড়া সংস্কার ও উন্মুক্তকরণ ত্বরান্বিত করতে হবে। 'এক অঞ্চল, এক পথ'-এর উন্নয়ন জোরদার করতে হবে। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040