কম্বোডিয়ার জনগণের নির্বাচনকে সম্মান করা উচিত আন্তর্জাতিক সমাজের
  2018-07-31 18:33:47  cri
জুলাই ৩১: নির্বাচন হলো কম্বোডিয়ার অভ্যন্তরীণ বিষয়। আন্তর্জাতিক সমাজের উচিত সেদেশের জনগণের নির্বাচনকে সম্মান করা।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

উল্লেখ্য, কম্বোডিয়ার নির্বাচনের পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করে। প্রধান বিরোধীদলগুলো নির্বাচন বয়কট করে। সেজন্য নির্বাচনের আসল প্রতিযোগিতা, সহনশীলতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়। যুক্তরাষ্ট্র কম্বোডিয়াকে ভিসা সীমিত করার হুমকি প্রদান করে।

এ সম্পর্কে কেং শুয়াং আরো বলেন, চীন পুনরায় কম্বোডিয়াকে সফলভাবে নির্বাচন আয়োজনে অভিনন্দন জানায়। পিপলস পার্টি হুন সেনের নেতৃত্বে বিজয় লাভ করায় বেইজিং অভিনন্দন জানায়। আন্তর্জাতিক সমাজের উচিত কম্বোডিয়ার সরকার ও জনগণের সমাজের স্থিতিশীলতা সুরক্ষা ও দেশের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য গঠনমূলক ভূমিকা পালন করা। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040