সহযোগিতা হল চীন ও যুক্তরাষ্ট্রের একমাত্র সঠিক বাছাই:যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূত
  2018-07-31 16:30:06  cri
জুলাই ৩১: যুক্তরাষ্ট্রে চীনের দূতাবাস গতকাল (সোমবার) চীনা গণমুক্তি ফৌজ প্রতিষ্ঠার ৯১তম বার্ষিকী উপলক্ষ্যে একটি ভোজসভার আয়োজন করে। দেশটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ছুই থিয়ান খাই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের জনগণের অভিন্ন স্বার্থের জন্য দু'দেশের উচিত দ্বিপক্ষীয় সম্পর্ককে সুষ্ঠুভাবে উন্নয়ন করা। এমন সম্পর্ক নষ্ট করার অধিকার কারো নেই।

ভাষণে ছুই থিয়ান খাই চীনা বাহিনীর সকল সদস্যকে উত্সবের শুভেচ্ছা জানিয়ে বলেন, চীনের গণমুক্তি ফৌজ চীনা জনগণের শান্তি, সংস্কার ও উন্মুক্তকরণ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অবিস্মরণীয় অবদান রেখেছে। চীনের বাহিনী সবসময় বিশ্ব শান্তি নির্মাণকারী, বিশ্ব উন্নয়নে অবদানকারী এবং আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষাকারী।

রাষ্ট্রদূত ছুই আরো বলেন, চলতি বছর হল চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৪০তম বার্ষিকী। আগামী বছর চীন ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪০তম বার্ষিকী। দু'দেশের ৪০ বছরের ইতিহাস প্রমাণ করে যে, চীন ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা দু'দেশের জনগণ ও বিশ্বের জনগণের জন্য বিরাট কল্যাণ এনে দিয়েছে। চীনের কৌশলগত উদ্দেশ্য হল নিজ দেশের উন্নয়ন করা, অন্যকে চ্যালেঞ্জ করা নয়। চীন বিশ্বের জন্য অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করেছে। বর্তমানে চীন ও যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থ মতভেদের চেয়ে অনেক বেশি। সহযোগিতা হল চীন ও যুক্তরাষ্ট্রের একমাত্র সঠিক বাছাই। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040