ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ১১ কোটি মার্কিন ডলার বরাদ্দ করবে যুক্তরাষ্ট্র
  2018-07-31 16:29:31  cri
জুলাই ৩১: ইন্দো-প্যাসিফিক কৌশলের একটি অংশ হিসেবে মার্কিন সরকার ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১১.৩ কোটি মার্কিন ডলার বরাদ্দ করবে। এসব পুঁজি বরাদ্দ করা হবে ডিজিটাল অর্থনীতি, অবকাঠামো নির্মাণ ও জ্বালানি ক্ষেত্রে।

গতকাল (সোমবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইউএস চেম্বার অব কমার্সের 'ইন্দো-প্যাসিফিক বিজনেস ফোরামে' বক্তৃতা দেওয়ার সময় এ কথা ঘোষণা করেন। তিনি বলেন, এসব অর্থের মধ্যে ২.৫ কোটি বরাদ্দ করা হবে ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে, ৫ কোটি বরাদ্দ করা হবে জ্বালানি প্রকল্পে, ৩ কোটি বরাদ্দ করা হবে অবকাঠামো নির্মাণে। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040