বেইজিংয়ে চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত্
  2018-07-31 16:20:14  cri
জুলাই ৩১: চীন সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট গতকাল (সোমবার) বেইজিংয়ে নবম চীন-ব্রিটেন কৌশলগত সংলাপে অংশগ্রহণকারী চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের সঙ্গে সাক্ষাত্ করেন।

সাক্ষাত্কালে লি খ্য ছিয়াং দু'দেশের সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রের বাস্তব সহযোগিতার ইতিবাচক অগ্রগতির উচ্চ মূল্যায়ন করেন। তিনি বলেন, নতুন পরিস্থিতিতে জাতিসংঘের স্থায়ী সদস্যদেশ এবং বিশ্বের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সত্তা হিসেবে চীন ও ব্রিটেনের জাতিসংঘ সংবিধানের নীতি ও নিয়মে আন্তর্জাতিক শৃঙ্খলা, আন্তর্জাতিক ব্যবস্থা এবং বিশ্ব বাণিজ্য সংস্থাকে কেন্দ্র করে বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা সুরক্ষা করার দায়িত্ব রয়েছে।

তিনি আরো বলেন, চীন ব্রিটেনের সঙ্গে অব্যাহতভাবে পারস্পরিক সম্মান ও সমতার নীতিতে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে ইচ্ছুক। চীন ব্রিটেনসহ চীনে বিদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য আরো সুষ্ঠু পরিবেশ গড়ে তুলবে।

জবাবে হান্ট বলেন, তাঁর এবারের সফর হল ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী পদে নিযুক্ত হওয়ার পর প্রথম চীন সফর। সাম্প্রতিক বছরগুলোতে দু'দেশের সম্পর্ক অনেক উন্নীত হয়েছে। দু'দেশের সম্পর্কের স্বর্ণ যুগ শুরু হচ্ছে। দু'দেশের সহযোগিতা ফলপ্রসূ। ব্রিটেন চীনের সঙ্গে রাজনৈতিক পারস্পরিক আস্থা জোরদার এবং কৌশলগত সংযোগ ত্বরান্বিত করতে ইচ্ছুক বলেও জানান তিনি। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040