উচ্চ ক্ষমতাসম্পন্ন 'কাওফেন-১১' উপগ্রহ উত্ক্ষেপণ করেছে চীন
  2018-07-31 16:12:08  cri
জুলাই ৩১: আজ (মঙ্গলবার) বেলা এগারোটায় দেশের থাইইউয়ান উপগ্রহ উত্ক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ ৪বি রকেটের মাধ্যমে 'কাওফেন-১১' উপগ্রহ উত্ক্ষেপণ করেছে চীন। উপগ্রহটি নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।

এই উপগ্রহ হল উচ্চ ক্ষমতাসম্পন্ন পৃথিবী পর্যবেক্ষণ ব্যবস্থার অপটিক্যাল রিমোট সেন্সিং উপগ্রহ। উপগ্রহটি প্রধানত ভূমি জরিপ, নগর ও সড়ক নেটওয়ার্ক পরিকল্পনা, ফসল উৎপাদন এবং দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনের ক্ষেত্রে ব্যবহৃত হবে।

এটি 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ কৌশল বাস্তবায়ন এবং প্রতিরক্ষার আধুনিকায়নের নির্মাণের তথ্য নিশ্চিত করবে। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040