পিয়ং ছাং শীতকালীন অলিম্পিকসের মশালধারী ছিলো প্রথম বিশ্ব রোবট সম্মেলনের 'স্টার রোবট'
  2018-07-31 15:49:10  cri
জুলাই ৩১: দক্ষিণ কোরিয়ার পিয়ং ছাং শীতকালীন অলিম্পিকসের সময় একটি মশালধারী রোবট মানুষের দৃষ্টি আকর্ষণ করে। 'হুবো' নামের সেই রোবটটি ছিল প্রথম বিশ্ব রোবট সম্মেলনের 'স্টার রোবট'।

হুবো ডিএআরপিএ রোবট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় প্রথম বিশ্ব রোবট সম্মেলনে সাংবাদিক ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

হুবো মশাল নিয়ে যাওয়ার সময় একটি দেয়ালে বাধাপ্রাপ্ত হয়। সেসময় হুবো তার ডান হাতের ড্রিল মেশিন দিয়ে দেয়াল ছিদ্র করে অন্যজনের কাছে মশাল হস্তান্তর করে। মানব ইতিহাসে হুবো প্রথম মশালধারী রোবট!

এবারের তৃতীয় বিশ্ব রোবট সম্মেলনে বিস্ময়কর রোবট সম্পর্কে জানা যাবে ১৫ অগাস্ট সম্মেলন উদ্বোধনের পর।

'বুদ্ধিমান নয়া শক্তি সৃষ্টি করা, উন্মুক্ত নতুন যুগ উপভোগ করা' প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের সম্মেলনটি 'ফোরাম', 'মেলা' ও 'প্রতিযোগিতা' তিনটি ভাগে বিভক্ত। রোবট গবেষণাকারী বিশ্বের ৩০০ শ্রেষ্ঠ বিশেষজ্ঞ এবং ১৫০টি রোবট উত্পাদন কোম্পানি এতে অংশগ্রহণ করবে।

অংশগ্রহণকারীরা রোবটের কৌশলগত উন্নয়ন, রোবট প্রযুক্তির উন্নয়ন, বাস্তব ব্যবহার এবং ভবিষ্যত প্রভাব নিয়ে আলোচনা করবেন।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040