চীন-যুক্তরাজ্য নবম কৌশলগত সংলাপ অনুষ্ঠিত
  2018-07-31 14:32:43  cri
জুলাই ৩১: গতকাল (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হলো 'চীন-ব্রিটেন নবম কৌশলগত সংলাপ'। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট এতে যৌথভাবে সভাপতিত্ব করেছেন।

সংলাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন-ব্রিটেন সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন হয়েছে। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে যুক্তরাজ্য আরো উচ্চাকাঙ্ক্ষা নিয়ে অংশগ্রহণ করায় চীন তাকে স্বাগত জানায়। দু'দেশের মধ্যে পারমাণবিক বিদ্যুতশক্তি, আর্থিক ও নব্যতাপ্রবর্তন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, সবুজ জ্বালানি, ডিজিটাল অর্থনীতি ইত্যাদি সহযোগিতা সুষ্ঠুভাবে চলছে।

ওয়াং ই আরো বলেন, দু'দেশের উচিত পারস্পরিক উন্নয়নকে হুমকি নয়, বরং সুযোগ হিসেবে দেখা। বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে দু'দেশের উচিত বহুপক্ষবাদ প্রক্রিয়া, বিশ্বের অবাধ বাণিজ্য ব্যবস্থা এবং বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মকানুন রক্ষা করা এবং একতরফাবাদ ও বাণিজ্যিক সংরক্ষণবাদের বিরোধিতা করা। দু'পক্ষের উচিত রাজনৈতিক পদ্ধতিতে আন্তর্জাতিক ও আঞ্চলিক সংঘর্ষ মোকাবিলা করা, ইউরোপ ও এশিয়া মহাদেশের অভিন্ন সমৃদ্ধি বাস্তবায়ন করা, বিশ্ব প্রশাসন ব্যবস্থার সংস্কার সম্পূর্ণ করা, নতুন আন্তর্জাতিক সম্পর্ক গঠন করা এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনে যৌথ প্রচেষ্টা চালানো।

জেরেমি হান্ট বলেন, দারিদ্র্যবিমোচন ও আর্থ-সামাজিক খাতে চীনের সাফল্যের প্রশংসা করে যুক্তরাজ্য। চীনের সঙ্গে কৌশলগত সংলাপের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করে দু'দেশের 'স্বর্ণযুগ' আরো উন্নত করতে চায় ব্রিটেন।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040