চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নির্মাণে দৃঢ় সমর্থন দেয় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ
  2018-07-31 12:54:45  cri
জুলাই ৩১: পাকিস্তানের নবনির্বাচিত পার্টি তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান গতকাল (সোমবার) ইসলামাবাদে পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও চিনের সঙ্গে সাক্ষাত্ করেছেন। সাক্ষাতে ইমরান খান বলেন, তার পার্টি 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নির্মাণে দৃঢ় সমর্থন দেয়।

ইমরান বলেন, চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা পাকিস্তান জাতির ইচ্ছা। দুর্নীতিদমন, দারিদ্র্যবিমোচন, পরিবেশ রক্ষা এবং শহর নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় পাকিস্তান। যাতে পাক জনগণের আরো বেশি কল্যাণ হয়।

তিনি বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি 'এক অঞ্চল, এক পথ' সহযোগিতার ধারণা ও চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নির্মাণকে দৃঢ় সমর্থন দেয়।

রাষ্ট্রদূত ইয়াও চিন বলেন, চীন ও পাকিস্তান হলো সার্বক্ষণিক কৌশলগত সহযোগী অংশীদার। নতুন পাক সরকারের সঙ্গে যৌথভাবে চীন-পাকিস্তান সম্পর্ক নতুন পর্যায়ে এগিয়ে নিতে চায় চীন।

(জিনিয়া/তৌহিদ/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040