ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলরের সাক্ষাত্
  2018-07-31 10:11:33  cri
জুলাই ৩১: গতকাল (সোমবার) বেইজিংয়ে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, কেন্দ্রীয় বৈদেশিক কমিটির কার্যালয়ের পরিচালক ও রাষ্ট্রীয় কাউন্সিলর ইয়াং চিয়ে ছি'র সঙ্গে সাক্ষাত করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরিমি হান্ট।

ইয়াং বলেন, চলতি বছরের শুরুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও চীনা প্রেসিডেন্টের সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্কের 'স্বর্ণযুগে' সহযোগিতা নিয়ে একমত হয়েছেন দুই নেতা। সেসময় এ মতৈক্য বাস্তবায়নে কৌশলগত বিনিময় গভীরতর করা ও রাজনৈতিক আস্থা উন্নীত করা, বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ করা, উন্মুক্ত, সহনশীল, ব্যাপক কল্যাণকর, ভারসাম্য ও অভিন্ন স্বার্থ অর্জন করার সিদ্ধান্ত হয়; যা দুই পক্ষের সম্পর্ক উন্নয়নে আরো বেশি প্রাণশক্তি যোগাবে।

হান্ট বলেন, চীনের সঙ্গে 'স্বর্ণযুগ' বাস্তবায়নের চেষ্টা চালাবে ব্রিটেন এবং বহুপক্ষবাদ ও আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষা করবে তাঁর দেশ।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040