তিন সিটি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন, বিচ্ছিন্ন গোলযোগ
  2018-07-30 19:08:27  cri
সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৮টায় শুরু হয়ে একটানা ভোট চলে বিকাল ৪টা পর্যন্ত।

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে। কয়েকটি কেন্দ্রে গোলযোগের খবর পাওয়া গেছে। বরিশালে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপির মেয়র প্রার্থী মজিবুর রহমান সরোয়ার। রাজশাহীতে কয়েকটি কেন্দ্রে সহিংসতা হয়েছে। সিলেটে জালভোটের অভিযোগে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। সেখানে সুষ্ঠু নির্বাচন হয়নি বলে অভিযোগ করেন বিএনপি মেয়র প্রার্থী আরিফুল হক। এদিকে, ঢাকায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, পুলিশের সহয়াতায় কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেয়া হয়। তবে এ অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহাবুব উল আলম হানিফ বলেছেন পরাজয়ের শঙ্কা থেকে বিএনপি এ সব অভিযোগ করছে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040