চীনের সঙ্গে অবাধ বাণিজ্য ও বহুপক্ষীয় ব্যবস্থা সুরক্ষা করতে চায় ব্রিটেন: চীনে ব্রিটিশ রাষ্ট্রদূত
  2018-07-30 18:19:01  cri
জুলাই ৩০: বহুপক্ষীয় ব্যবস্থার দৃঢ় রক্ষী হিসেবে ব্রিটেন চীনের সঙ্গে বহুপক্ষবাদ সুরক্ষা এবং অবাধ বাণিজ্য ত্বরান্বিত করতে ইচ্ছুক।

চীনে ব্রিটিশ রাষ্ট্রদূত বারবারা জ্যানেট উডওয়ার্ড সম্প্রতি বেইজিংয়ে চীনা সাংবাদিকদেরকে এ কথা বলেন।

তিনি বলেন, বিশ্বব্যাপী বাণিজ্যিক সংঘাত তীব্রতর হওয়ার অবস্থায় ব্রিটেন চীনের সঙ্গে বাণিজ্যিক মতভেদ সমাধানের ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যকর ভূমিকা পালন নিশ্চিত করতে চায়। বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সদস্য হিসেবে ব্রিটেন আশা করে, চীন ইইউ'র সঙ্গে বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সহযোগিতা করবে।

তিনি আরো বলেন, ব্রিটেন অব্যাহতভাবে চীনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক বজায় রাখবে। ব্রিটেন চীনকে অব্যাহতভাবে বাজার খোলার ব্যবস্থায় নেবে। ব্রিটেন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠিয়ে আগামী নভেম্বরে শাংহাইতে অনুষ্ঠেয় প্রথম চীনের আন্তর্জাতিক আমদানি মেলায় অংশ নেবে।

উল্লেখ্য, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র আমন্ত্রণে নতুন নিযুক্ত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট আজ (সোমবার) থেকে চীন সফর শুরু করেন। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040