২০১৮ বিশ্ব রোবট সম্মেলন অনুষ্ঠিত হবে বেইজিংয়ে
  2018-07-30 15:32:26  cri
জুলাই ৩০: আগামী ১৫ থেকে ১৯ অগাস্ট বেইজিংয়ে অনুষ্ঠিত হবে 'তৃতীয় বিশ্ব রোবট সম্মেলন'। 'বুদ্ধিমান নয়া শক্তি সৃষ্টি করা, উন্মুক্ত নতুন যুগ উপভোগ করা' প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের সম্মেলনটি 'ফোরাম', 'মেলা' ও 'প্রতিযোগিতা' তিনটি ভাগে বিভক্ত। রোবট গবেষণা ক্ষেত্রে বিশ্বের ৩০০ জন শ্রেষ্ঠ বিশেষজ্ঞ এবং ১৫০টি রোবট উত্পাদন কোম্পানি এতে অংশগ্রহণ করবে।

অংশগ্রহণকারীরা রোবটের কৌশলগত উন্নয়ন, রোবট প্রযুক্তির উন্নয়ন, বাস্তব ব্যবহার এবং ভবিষ্যত প্রভাব নিয়ে আলোচনা করবেন।

এবারের সম্মেলনে দৃষ্টি আকর্ষণকারী রোবটের মধ্যে প্রথমে রয়েছে শিল্প খাতে ব্যবহৃত রোবট। এসব রোবটের মধ্যে হুয়া শু কোম্পানির 'এইচএসআর-বিআর ডাবল ক্যানটিলেভার রোবট' বেশ আকর্ষণীয়। এ ধরনের রোবট প্রথম তৈরি করেছে চীন। ২০১৭ সালে চীনের উদ্ভাবন খাতে রৌপ পদক ও 'সিসিএমটি ২০১৮ ছুন ইয়ান পুরস্কার' জয় করে এই রোবট। এর আকার ছোট হলেও তা বেশ নির্ভুলভাবে কাজ করে।

তা ছাড়া, এইচআরজি-টি৫ সহযোগী রোবটও খুব আকর্ষণীয়। মানুষের হাতের মতো দেখতে এই রোবট সাজসরঞ্জাম, খাদ্য, ওষুধ ও গাড়ি তৈরিতে ব্যবহৃত হয়।

কুয়াংচৌ জিএসকে কোম্পানির শিল্পখাতে ব্যবহৃত রোবটগুলোতে মানুষের সঙ্গে তাল মিলিয়ে চলাফেরার প্রযুক্তি যুক্ত করা হয়েছে। (স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040