চীনের 'প্রথম আন্তর্জাতিক আমদানি-রপ্তানি মেলা'য় অংশগ্রহণকারী ২৮০০ ছাড়াবে
  2018-07-30 15:28:02  cri
জুলাই ৩০: আর ৯৭ দিন পর শুরু হবে চীনের প্রথম আন্তর্জাতিক আমদানি-রপ্তানি মেলা। এ পর্যন্ত বিশ্বের ১৩০টিরও বেশি দেশ ও অঞ্চলের ২৮০০টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ নিশ্চিত করেছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী ওয়াং বিং নান জানান, এবারের মেলা শিল্পপ্রতিষ্ঠান মেলা এবং দেশীয় ব্যবসা ও বিনিয়োগ মেলা-এই দুই ভাগে বিভক্ত। বিশ্বের ৫০০টি প্রথম সারির শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ২০০টিরও বেশি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশগ্রহণ নিশ্চিত করেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, অংশগ্রহণকারীরা শতাধিক নতুন পণ্য ও প্রযুক্তি নিয়ে আসবে। বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি ও পণ্য এ মেলায় দেখা যাবে।

উল্লেখ্য, এবারের মেলায় চীনের একটি বিশেষ প্যাভিলিয়ন থাকবে। এতে চীনের অর্থনৈতিক উন্নয়ন এবং 'এক অঞ্চল এক পথ' উন্নয়নের ফলাফল প্রদর্শন করা হবে।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040