সিরিয়া সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি কুর্দি গোষ্ঠী
  2018-07-30 15:25:31  cri
জুলাই ৩০: সিরিয়া সরকারের সঙ্গে আলোচনা কমিটি গঠন করে পরবর্তী বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুতি নিতে রাজি হয়েছে কুর্দি গোষ্ঠী। কুর্দিরা 'সিরিয়ান ডেমোক্রেটিক ফৌজে'র অধীনে 'সিরিয়ান ডেমোক্রেটিক কমিটি' গত শনিবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানায়।

'সিরিয়ান ডেমোক্রেটিক ফৌজ' বর্তমানে সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলকে নিয়ন্ত্রণ করছে। তারা কুর্দিশ ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি'র অধীনস্থ 'দ্য পিপলস প্রটেকশন ইউনিটস'-এর একটি সশস্ত্র অংশ। দ্য পান-আরব আল-মায়াদিন টিভির খবরে বলা হয়, 'সিরিয়ান ডেমোক্রেটিক কমিটির' প্রতিনিধিদল গত ২৬ জুলাই দামেস্কে সরকারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে। দু'পক্ষ উত্তর ও পূর্বাঞ্চল নিয়ন্ত্রণের বিষয়ে এই প্রথম খোলামেলা সংলাপ করেছে। গত শনিবারের বিবৃত্তিতে কমিটি ঘোষণা করে যে, দু'পক্ষ 'সিরিয়ার জন্য একটি গণতান্ত্রিক ও ক্ষমতা-ভাগাভাগির রোডম্যাপ তৈরি করতে ইচ্ছুক'।

সিরিয়ার বার্তাসংস্থা গত শনিবার জানায়, সিরীয় সরকারি বাহিনী সম্প্রতি দক্ষিণাঞ্চলের ইয়ারমুক অঞ্চলে আইএসের বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে। পশ্চিমাঞ্চলে আইএস নিয়ন্ত্রিত অঞ্চলে অভিযান শুরুর পর সিরীয় সেনারা মোট ৮টি গ্রাম আইএস মুক্ত করেছে এবং বহু আইএস সদস্য এতে নিহত হয়েছে। ইয়ারমুক অঞ্চলে ৬টি গ্রাম আইএসের দখলে থাকলেও অভিযান অব্যাহত থাকলে সরকারি বাহিনী আরো কিছু গ্রাম উদ্ধার করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040