চীনা প্রেসিডেন্টের সফর সফল ও ঐতিহাসিক
  2018-07-29 13:50:44  cri
জুলাই ২৯: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ১৯ থেকে ২৯ জুলাই পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত, সেনেগাল, রুয়ান্ডা ও দক্ষিণ আফ্রিকা সফর করেন। এ ছাড়া তিনি ব্রিক্সের দশম শীর্ষসম্মেলনে অংশ নেন এবং মরিশাস সফর করেন। এটি হল ২০১৮ সালে সি চিন পিং-এর প্রথম বিদেশ সফর। সফর শেষে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তথ্য মাধ্যমকে জানান, প্রেসিডেন্ট সি'র এই সফর হল উন্নয়নশীল দেশ এবং নবোদিত বাজার দেশের সঙ্গে চীনের কৌশলগত সহযোগিতা জোরদার করার একটি সফল ও ঐতিহাসিক সফর।

১১ দিনের সফরে চীনের প্রেসিডেন্ট ৫টি দেশ এবং ৬টি জায়গা সফর করেন। মোট যাত্রা ৩৬ হাজার কিলোমিটার। তিনি ৬০টিরও বেশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় অনুষ্ঠানে অংশ নেন। দেশ বিদেশের তথ্য মাধ্যম এর ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। ওয়াং ই বলেন, এবারের সফর চীনের বৈশিষ্ট্যময় বড় দেশের কূটনীতির নতুন সূচনা উন্মোচন করে, সৃষ্টি করে চীন ও বিদেশের সম্পর্ক এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার নতুন পরিস্থিতি।

ওয়াং ই আরো বলেন, চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র নতুন যুগে প্রবেশের সঙ্গে সঙ্গে চীনের উন্নয়ন সারা বিশ্বের দৃষ্টিকে আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এবার সফরকালে প্রেসিডেন্ট সি চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৪০ বছরের অভিজ্ঞতা নিয়ে চীনের উন্নয়নের চিন্তাধারা ব্যাখ্যা করেছেন।

ওয়াং ই বলেন, আমাদের উচিত প্রেসিডেন্ট সি চিন পিং-এর কূটনৈতিক চিন্তাধারার নেতৃত্বে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় মঞ্চের মাধ্যমে সার্বিক কূটনীতির বিন্যাসকে সম্প্রসারণ করা, বিশ্ব পরিচালনায় অংশ নেওয়া, দেশের উন্মুক্তকরণ ও উন্নয়নের সেবা করা এবং নতুন যুগে চীনের কূটনীতি নতুন পর্যায়ে উন্নীত করার চেষ্টা করা। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040