ভারতে চেচিয়াং রপ্তানি পণ্য মেলা শুরু
  2018-07-28 19:42:12  cri
জুলাই ২৮: চীনের চেচিয়াং প্রদেশের বাণিজ্য ব্যুরোর উদ্যোগে ২০১৮ সালের চেচিয়াং রপ্তানি পণ্য মেলা গতকাল (শুক্রবার) ভারতের চেন্নাইতে শুরু হয়। এটি হল চেচিয়াং প্রদেশের প্রথম বারের মত ভারতে আয়োজিত বড় আকারের চিকিৎসা সরঞ্জাম মেলা।

উল্লেখ্য, চেচিয়াং প্রদেশের হাংচৌ, নিংবো, ওয়েনচৌ, থাইচৌ, চিয়াসিং ও চিনহুয়ার ৫৬টি প্রতিষ্ঠান এবারের তিনদিনব্যাপী মেলায় অংশ নিচ্ছে। এতে ডায়াগনস্টিক যন্ত্র এবং সরঞ্জাম, চিকিৎসা উপকরণ এবং ভোগ্যপণ্য, বিশেষ সরঞ্জাম ও হাসপাতাল সরঞ্জাম অন্তর্ভুক্ত।

মেলায় ভারতের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়ে সেদেশে চিকিত্সা সরঞ্জাম বাজারের রপ্তানি নিয়ম, মৌলিক অবস্থা, মূল্য ও প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জানা হবে। ভারতের প্রায় ১০০ পেশাগত ক্রেতা চেচিয়াং প্রদেশের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা করবে।

চেচিয়াং প্রদেশের বাণিজ্য ব্যুরোর বৈদেশিক বাণিজ্য উন্নয়ন বিভাগের উপ-পরিচালক চুয়াং চিন বলেন, এ বছর সারা বিশ্বের অর্থনীতির কঠোর অবস্থায় চেচিয়াং প্রদেশের চিকিত্সা সরঞ্জাম পণ্যের রপ্তানি বৃদ্ধি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে আবাসন হার উন্নীত হচ্ছে। এবারের মেলার মাধ্যমে চেচিয়াং ভারতের সঙ্গে চিকিত্সা ক্ষেত্রের সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040