চীনের প্রথম আন্তর্জাতিক আমদানি মেলা আয়োজনের ১০০ দিন গণনা সম্পর্কিত সাংবাদিক সম্মেলন
  2018-07-28 18:42:04  cri
জুলাই ২৮: এ পর্যন্ত ১৩০টিরও বেশি দেশ ও অঞ্চলের ২৮০০'রও বেশি শিল্পপ্রতিষ্ঠান অনুষ্ঠেয় চীনের প্রথম আন্তর্জাতিক আমদানি মেলায় অংশ নেবে।

চীনের উপ-বাণিজ্যমন্ত্রী ওয়াং বিং নান গতকাল (শুক্রবার) চীনের প্রথম আন্তর্জাতিক আমদানি মেলা আয়োজনের ১০০ দিন গণনা সম্পর্কিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, চীনের বিভিন্ন সংশ্লিষ্ট বিভাগ মেলার জন্য সুবিধা সরবরাহ করবে। অংশগ্রহণকারী দেশের মধ্যে ৭০টিরও বেশি দেশ প্রদর্শনীর বিষয় নিশ্চিত করেছে। মেলায় 'চীন হল' নির্মিত হবে। হলে 'উন্মুক্তকরণ, সংযুক্ত ও অভিন্ন উপভোগ'-এর ধারণায় চীনের আমদানির গল্প বলার মাধ্যমে নতুন যুগে চীনের উন্মক্তকরণ ও উন্নয়নের নতুন পরিস্থিতি ও সাফল্য প্রদর্শিত হবে। সার্বিকভাবে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে চীনের ইতিবাচক ভূমিকা প্রদর্শিত হবে।

বৃহস্পতিবার পর্যন্ত অনলাইনে ৬০হাজারেরও বেশি চীনা প্রতিষ্ঠান নিবন্ধন করেছে।

উল্লেখ্য, নিবন্ধের কাজ আগামী অগাস্ট মাসের শেষদিকে শেষ হবে। অনুমান অনুযায়ী দেশি-বিদেশি অংশগ্রহণকারীর সংখ্যা হবে ১.৫ লাখ। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040