জোহানেসবার্গে ব্রিক্সের দশম শীর্ষসম্মেলনে প্রেসিডেন্ট সি'র ভাষণের উচ্চ মূল্যায়ন করেছে আন্তর্জাতিক সমাজ
  2018-07-28 15:08:07  cri
জুলাই ২৮: ব্রিক্সের দশম শীর্ষসম্মেলন ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এতে 'সুন্দর আকাঙ্ক্ষা বাস্তবায়ন' শীর্ষক গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। এ ভাষণের ভূয়সী প্রশংসা করেছে আন্তর্জাতিক সমাজ ।

কেনিয়ার নাইরোবি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক-বিষয়ক প্রফেসর মাচারিয়া মুনেনে মনে করেন, ভাষণে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং উল্লেখ করেছেন যে, ব্রিক্স দেশের উচিত বাণিজ্য, অর্থ ও পারস্পরিক যোগাযোগের সহযোগিতা জোরদার করা। ব্রিক্স দেশগুলো এই আহ্বান অনুযায়ী আর্থিক সহযোগিতা জোরদার করলে আরো ন্যায়সংগত আন্তর্জাতিক অর্থনৈতিক শৃঙ্খলা গড়ে তুলতে পারবে।

মুনেনে বলেন, রাজনৈতিক নিরাপত্তা সহযোগিতা হল ব্রিক্স সহযোগিতার গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রেসিডেন্ট সি বলেছেন, ব্রিক্স দেশের উচিত দৃঢ়ভাবে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। এই প্রস্তাব বিশ্ব শান্তির জন্য খুব গুরুত্বপূর্ণ।

ভারতের জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়া গবেষণা কেন্দ্রের অধ্যাপক বি. আর. দিপক মনে করেন, প্রেসিডেন্ট সি'র উত্থাপিত উভয়ের জন্য কল্যাণকর, উদ্ভাবন, সহনশীল প্রবৃদ্ধি এবং বহুপক্ষবাদের চিন্তাধারা খুব গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা এবং বিশ্ব পরিচালনায় ব্রিক্স দেশগুলোর মতৈক্যে পৌঁছানো শুধু ব্রিক্স ব্যবস্থার উন্নয়নের জন্য নতুন আশা এনে দেবে তা নয়, বরং আরো যুক্তিযুক্ত আন্তর্জাতিক শৃঙ্খলা স্থাপনের জন্য নতুন শক্তি যোগাবে। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040