মার্কিন সিনেটে ১৬৬০ রকমের আমদানিকৃত পণ্যের শুল্ক কমানোর প্রস্তাব গৃহীত
  2018-07-28 15:07:27  cri
জুলাই ২৮: মার্কিন সিনেটে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ১৬৬০ রকমের আমদানিকৃত পণ্যের শুল্ক কমানোর এক প্রস্তাব গৃহীত হয়েছে। এসব পণ্য প্রধানত মার্কিন শিল্পপ্রতিষ্ঠানের উত্পাদনের সময় প্রয়োজনীয় বিভিন্ন কাঁচামাল। রয়টার্সের বিশ্লেষণ, যে পণ্যের শুল্ক কমানো হয়েছে, এর অর্ধেক চীন থেকে আমদানিকৃত।

এই প্রস্তাব আসলে চলতি বছরের জানুয়ারি মাসে প্রতিনিধি পরিষদে গৃহীত হয়। তবে প্রস্তাবের কিছু সংশোধনের কারণে সিনেটের অনুমোদন দরকার হয়। এরপর প্রেসিডেন্টের কাছে তা পাঠানো হবে।

সিনেটের অর্থ কমিশনের চেয়ারম্যান ওরিন হাচ গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলন, এই প্রস্তাব বিশ্বে মার্কিন কোম্পানির প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সহায়ক হবে। মার্কিন উত্পাদন শিল্পপ্রতিষ্ঠানের বাণিজ্যিক বাধা কমানোর মাধ্যমে ভোক্তাদের জন্য আর্থিক স্বার্থ সৃষ্টি করা যাবে।

যুক্তরাষ্ট্রের জাতীয় ম্যানুফ্যাকচারার্স সংস্থা (এনএএম) জানিয়েছে, মার্কিন উত্পাদন শিল্পপ্রতিষ্ঠানের জন্য সিনেটে এই প্রস্তাব গৃহীত হওয়া একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এখন মার্কিন শিল্পপ্রতিষ্ঠান এই শুল্কের কারণে প্রতিদিন ১০ লাখ মার্কিন ডলার ক্ষতির মুখোমুখি হয়। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040