আন্তর্জাতিক সমাজ চীনের অর্থনৈতিক কাঠামোকে সমর্থন করে
  2018-07-28 15:06:55  cri
জুলাই ২৮: চীনের অর্থনৈতিক কাঠামোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে অভিযোগ করেছে, তা নিয়ে সম্প্রতি বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-র চলতি বছরের তৃতীয় অধিবেশনে ৩০ মিনিটের এক ভাষণে এ বিষয়টি খণ্ডন করেন চীনের স্থায়ী প্রতিনিধি চাং সিয়াং ছেন।

চীনা প্রতিনিধি চাং-এর ভাষণ ডব্লিউটিও'র অনেক সদস্যের সম্মতি পেয়েছে। সংস্থাটিতে পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ তৌকির শাহ বলেন, চীনের অর্থনৈতিক কাঠামোর বিরুদ্ধে অভিযোগ করা ঠিক নয়। বিভিন্ন দেশের নিজ দেশের পরিস্থিতি অনুযায়ী উপযোগী নীতি প্রণয়নের অধিকার আছে। তা ডব্লিউটিও'র সংশ্লিষ্ট নিয়মের সঙ্গেও সংগতিপূর্ণ। শাহ বলেন, সাম্প্রতিক বছরগুলোতে উন্নয়নের পথে চীন উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। চীনের উন্মুক্ত মনোভাবের কারণে সারা বিশ্ব লাভবান হয়েছে। চীন হল বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার দৃঢ় সমর্থক। তিনি আরো বলেন, আমরা চীনকে উন্নয়নশীল দেশের দৃষ্টান্ত হিসেবে দেখি। চীনে প্রায় ৭০ কোটি লোক দারিদ্রমুক্ত হয়েছেন। চীনের অনেক অভিজ্ঞতা আমাদের শেখা উচিত। চীন খুব উন্মুক্ত এক অর্থনৈতিক গোষ্ঠী, চীন হল বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার সবচেয়ে সক্রিয় সমর্থকের অন্যতম।

শাহ বলেন, বাণিজ্য যুদ্ধ বিশ্বের অর্থনীতিকে গুরুতরভবে ক্ষতিগ্রস্ত করবে। বাণিজ্য যুদ্ধে কেউই বিজয়ী হবে না। বিশেষ করে ক্ষুদ্র অর্থনৈতিক গোষ্ঠী ও উন্নয়নশীল দেশ এতে আরো বড় আঘাত পাবে। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040