হোয়েছাংয়ে-গুণে 'চীনা স্বেচ্ছাসেবী শহীদ'দের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন কিম জং উন
  2018-07-27 19:47:14  cri

জুলাই ২৭: কোরিয়া সেন্ট্রাল নিউজ এজেন্সির আজ (শুক্রবার) জানায়, কোরিয়ার জাতীয় মুক্তিযুদ্ধের ৬৫তম বার্ষিকী উপলক্ষ্যে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন হোয়েছাং-গুনে 'চীনা স্বেচ্ছাসেবী শহীদ'দের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এ সময় স্বাধীনতা যুদ্ধে স্বেচ্ছাসেবক বাহিনীর অবদান ও উত্তর কোরিয়া-চীন মৈত্রীর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কিম বলেন, দু'দেশের ঘনিষ্ঠ সম্পর্কের কারণ ভৌগোলিক নৈকট্য নয়, বরং উভয়ের জন্য শহীদরা নিজেদের রক্ত ও প্রাণ উত্সর্গ করে দু'দেশের আন্তরিক মৈত্রী ও আস্থা প্রতিষ্ঠা করেছেন। অতীতে বা বর্তমানে চীনের মতো নির্ভরযোগ্য ভ্রাতৃপ্রতিম দেশ, ও মহান বন্ধুর জন্য উত্তর কোরিয়ার জনগণ গর্বিত।

(জিনিয়া/তৌহিদ/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040