লাওসের দুর্গত এলাকায় পৌঁছেছে চীনের চিকিত্সক দল; ত্রাণসামগ্রীও প্রস্তুত
  2018-07-27 19:09:07  cri
জুলাই ২৭: লাওসের জলবিদ্যুত্ কেন্দ্রের বাঁধ ভাঙা দুর্ঘটনায় গুরুত্ব দিয়েছে বেইজিং। বর্তমানে দুর্গত এলাকায় চীনের চিকিত্সক দল পাঠানো হয়েছে। সেই সঙ্গে ত্রাণসামগ্রীও প্রস্তুত রয়েছে বলে জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

লাওসের দক্ষিণাঞ্চলের আট্টাপিও প্রদেশের সিয়েপিয়ান-সিয়েনাময় জলবিদ্যুত্ কেন্দ্রের বাঁধ ভেঙে গেছে। এখন সেখানে ত্রাণ কাজ চলছে। দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির জন্য সমবেদনা জানিয়েছে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

চীনা মুখপাত্র বলেন, লাওসের ঘনিষ্ঠ সুপ্রতিবেশী দেশ হিসেবে এ দুর্ঘটনার ত্রাণ কাজে গুরুত্ব দিয়েছে বেইজিং। বর্তমানে চীনা গণমুক্তি ফৌজের চিকিত্সক দল দুর্গত এলাকায় পৌঁছেছে এবং দুর্গত এলাকার চাহিদা অনুযায়ী ত্রাণসামগ্রী প্রস্তুত করবে চীন।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040