পূর্ব এশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে অংশ নেবেন চীনা পররাষ্ট্রমন্ত্রী
  2018-07-27 18:59:10  cri
জুলাই ২৭: আজ (শুক্রবার) বেইজিংয়ে আয়োজিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং বলেন, ৩১ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত মালয়েশিয়া ও সিঙ্গাপুর সফর করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সেসময় পূর্ব এশিয়া সহযোগিতার পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে অংশ নেবেন তিনি।

মুখপাত্র কেং বলেন, সিঙ্গাপুরে চীন-আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন, আসিয়ান ও চীন-জাপান, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং ইএএস ও এআরএফ ধারাবাহিক সম্মেলনে অংশ নেবেন ওয়াং ই। এসব সম্মেলনে চীন ও আসিয়ান সম্পর্ক, পূর্ব এশিয়ার সহযোগিতা ও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ইস্যু নিয়ে মতবিনিময় করবেন অংশগ্রহণকারীরা।

তিনি আরো বলেন, পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা বিভিন্ন দেশের সংলাপ, সহযোগিতা ও উন্নয়নের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বিভিন্ন পক্ষ যৌথভাবে আঞ্চলিক সহযোগিতা উন্নত করবে বলে উল্লেখ করেন তিনি; যাতে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে অবদান রাখা যায়।

চীন-আসিয়ান কৌশলগত অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠার ১৫তম বার্ষিকী উপলক্ষ্যে মুখপাত্র বলেন, আসিয়ানের সাথে সহযোগিতার ওপর গুরুত্ব দেয় বেইজিং এবং 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে অংশগ্রহণকারী এলাকা হিসেবে আখ্যায়িত করে। আসিয়ানের সাথে যোগাযোগ জোরদার করে বাস্তব সহযোগিতা উন্নত করতে চায় চীন। দক্ষিণ চীন সাগর ইস্যু ভালোভাবে মোকাবিলা করে যৌথভাবে এতদাঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে আগ্রহী বেইজিং।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040