সদস্য রাষ্ট্রগুলোকে সদস্য ফি পরিশোধের তাগিদ দিলেন জাতিসংঘ মহাসচিব গুতেরহিস
  2018-07-27 18:58:19  cri

জুলাই ২৭: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিসের মুখপাত্র স্টিফেন দুজারিক গতকাল (বৃহস্পতিবার) জানান, বর্তমানে জাতিসংঘে নগদ অর্থের গুরুতর ঘাটতি দেখা দিয়েছে। সদস্য রাষ্ট্রগুলোকে চলতি বছরের ফি দ্রুত পরিশোধ করার তাগিদ দিয়েছেন আন্তোনিও গুতেরহিস।

দুজারিক বলেন, জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১১২টি দেশ ২০১৮ সালের নিয়মিত বাজেটে অবদান রেখেছে।

গুতেরহিস আরো বলেন, সদস্য রাষ্ট্রগুলো দেরি করে সদস্য ফি পরিশোধ করায় জাতিসংঘ নগদ অর্থ সংকটের সম্মুখীন হচ্ছে। চলতি বছর সংস্থার অবস্থা বিশেষ গুরুতর হয়েছে বলে জানান তিনি।

২০১৮ ও ২০১৯ সালের নিয়মিত বাজেট প্রায় ৫.৪ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ২২ শতাংশ দেয় যুক্তরাষ্ট্র। ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের অর্থবছর শুরু হবে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র ৫৯১ মিলিয়ন মার্কিন ডলার ফি পরিশোধ করেনি। এদিকে, জাপান, চীন, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনসহ বিভিন্ন দেশ ২০১৮ সালের বার্ষিক ফি পরিশোধ করেছে।

(জিনিয়া/তৌহিদ/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040