পাকিস্তানের রাজনৈতিক অন্তর্বর্তীকাল সুষ্ঠুভাবে শেষ হবে বলে আশা করে চীন
  2018-07-27 18:57:21  cri
‌ জুলাই ২৭: আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং বলেন, পাকিস্তানের রাজনৈতিক অন্তর্বর্তীকাল সুষ্ঠুভাবে শেষ হবে বলে আশা করে বেইজিং; যাতে দেশের স্থিতিশীলতা ও উন্নয়ন বাস্তবায়ন করা যায়।

গতকাল (বৃহস্পতিবার) পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন। চীন-পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সহযোগী ও সিপেক নির্মাণ এবং চীনের দুর্নীতিদমন ও দারিদ্র্য বিমোচনের অভিজ্ঞতা নিয়ে ভাষণ দেন ইমরান। এ সম্পর্কে চীনা মুখপাত্র বলেন, ইমরান খানের সংশ্লিষ্ট বক্তব্যে মনোযোগ দিয়েছে বেইজিং। পাকিস্তানের যে কোনো পার্টি ক্ষমতায় আসুক-না-কেন, চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ নীতি চালু থাকবে। ইমরান খানের বক্তব্যের ভূয়সী প্রশংসা করে বেইজিং। দু'দেশের পরিস্থিতির পরিবর্তনে দ্বিপক্ষীয় সার্বক্ষণিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক কোনোভাবেই পরিবর্তন হবে না। এটি দু'দেশ ও জনস্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040