জোহানেসবার্গে উগান্ডার প্রেসিডেন্টের সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক
  2018-07-27 17:20:53  cri
জুলাই ২৭: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (বৃহস্পতিবার) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে উগান্ডার প্রেসিডেন্ট ওয়াই কে মুসেভেনির সঙ্গে বৈঠক করেন।

বৈঠককালে চীন-উগাণ্ডা সম্পর্ক উন্নয়নে প্রেসিডেন্ট মুসেভেনির ভূমিকার প্রশংসা করেন সি চিন পিং। তিনি বলেন, উগান্ডার অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নের প্রচেষ্টাকে সমর্থন করে চীন। উগান্ডার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করে দু'দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ সৃষ্টি করতেও ইচ্ছুক চীন।

সি চিন পিং আরও বলেন, প্রেসিডেন্ট মুসেভেনি চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। চীন ফোরামের আসন্ন বেইজিং শীর্ষসম্মেলন সফল করতে উগান্ডার সঙ্গে যৌথভাবে কাজ করবে।

এসময় প্রেসিডেন্ট মুসেভেনি বলেন, দু'পক্ষের সহযোগিতার ফল নিয়ে তিনি খুব সন্তুষ্ট। চীনের সঙ্গে শিল্পপার্ক, অবকাঠামো ও বিদ্যুত ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে চায় উগান্ডা। চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষসম্মেলন সুষ্ঠুভাবে আয়োজনে চীনকে তার দেশ সমর্থন করবে বলেও জানান তিনি। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040