জনপ্রতিনিধিদের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2018-07-27 17:01:57  cri
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনপ্রতিনিধিরা যে দল থেকেই নির্বাচিত হন না কেন তারা নির্বাচিত হন জনগণের ভোটে। তাই তাদের জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।

বৃহস্পতিবার নিজ কার্যালয়ে গাজীপুরের মেয়র ও কাউন্সিলরদের শপথ পাঠ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। দেশের মানুষের জীবনমান উন্নয়নে সরকার তৃণমূল পর্যায় থেকে পরিকল্পনা নিয়ে কাজ করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জনপ্রতিনিধিদের এ সব পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে হবে। নয় বছরে রাষ্ট্রপরিচালনায় বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রতিটি গ্রামে শহরের সুবিধা পৌঁছে দিতে চায়।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

জেলা প্রশাসকদের সম্মেলন সমাপ্ত

জেলা প্রশাসকদের তিন দিনব্যাপী সম্মেলন শেষ হয়েছে বৃহস্পতিবার। তৃতীয় ও শেষ দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা দিকনির্দেশন দেন ডিসিদের।

আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকে মামলা জট কমানো এবং মাদকের বিরুদ্ধে লড়াই ছিল প্রধান বিষয়। আইনমন্ত্রী আনিসুল হক জানান বর্তমানে দেশে ৩৪ লাখ মামলা অনিস্পন্ন রয়েছে। এ সব মামলা দ্রুত নিষ্পত্তি করতে একটি কমিটি গঠন করা হবে। জেলা জজের নেতৃত্বে গঠিত কমিটিকে সব ধরনের সহযোগিতা দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন আইনমন্ত্রী। সরকারি জমিতে রাজনৈতিক দলগুলোর যে কার্যালয় রয়েছে তা দখলমুক্ত করতে নির্দেশ দেন ভূমিমন্ত্রী শামুসুর রহমান শরীফ। আর আইন-শৃঙ্খলা ঠিক রাখতে সচেষ্ট হতে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

৮ আগস্ট থেকে ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরু

কোরবানীর ঈদ উপলক্ষে আগামী ৮ আগস্ট থেকে অগ্রিম ট্রেনের টিকেট বিক্রি শুরু হবে। আর ঈদযাত্রা শুরু হবে ১৭ আগস্ট থেকে।

রেলমন্ত্রী মুজিবুল হক বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানান, ঈদে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে। ঈদ জামাতের জন্য শোলাকিয়া-ভৈরববাজার, ময়মনসিং-শোলাকিয়ায় চলবে দুটি বিশেষ ট্রেন। ২১, ২২ আগস্ট চলবে না মৈত্রী এক্সপ্রেস আর ২৩ আগস্ট বন্ধ থাকবে বন্ধন এক্সপ্রেস। সরকার সীমিত সম্পদ দিয়ে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছে বলে জানান রেলমন্ত্রী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040