বাণিজ্য খাতে মার্কিন কৃষকরা সরকারি বলপ্রয়োগের জন্য মূল্য দিচ্ছে
  2018-07-26 19:57:49  cri
জুলাই ২৬: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, মার্কিন কৃষকরা দেশটির বলপ্রয়োগকারী বাণিজ্যের জন্য মূল্য দিচ্ছে। দেশটি এই ভুল পথে আর যাবে না বলে আশা করেন মুখপাত্র।

কেং শুয়াং বলেন, চীন হলো মার্কিন কৃষিপণ্যের প্রধান ক্রেতা। অনেক বছর ধরে চীন-মার্কিন কৃষি সহযোগিতা প্রসারিত হয়ে আসছে। এটি দু'দেশের জন্যই কল্যাণকর।

'গত মে মাসে দু'দেশের প্রতিনিধিদল ওয়াশিংটনে আর্থ-বাণিজ্যিক ইস্যু নিয়ে গঠনমূলক আলোচনা করেছে। কিন্তু এরপরও যুক্তরাষ্ট্র একতরফা নীতি এবং বাণিজ্য সংরক্ষণবাদ বজায় রেখেছে। প্রতিশ্রুতি পালন না করে চীনের বিরুদ্ধে বাণিজ্যযুদ্ধ শুরু করেছে। আমরা আশা করি আন্তর্জাতিক বিবেকের কথা শুনে ভুল পথে আর যাবে না যুক্তরাষ্ট্র।"

(জিনিয়া/তৌহিদ/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040