ব্রাজিল ও চীনের প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত
  2018-07-26 19:21:22  cri
জুলাই ২৬: আজ (বৃহস্পতিবার) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমার এবং চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে সি বলেন, চীন-ব্রাজিল সম্পর্ক পারস্পরিক সম্মান, উপকারিতার ভিত্তিতে গঠিত প্রাণচঞ্চল দ্বিপক্ষীয় সম্পর্ক। চলমান পরিস্থিতিতে প্রাচ্য ও পাশ্চাত্যের বৃহত্তম উন্নয়নশীল দেশ ও নবোদিত বাজার হিসেবে ঐক্যবদ্ধ সহযোগিতা জোরদার করা এবং অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করা উচিত, যাতে বিভিন্ন অঞ্চল ও বিশ্বের স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে আরো বেশি অবদান রাখা যায়।

বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করা, বাণিজ্যের গুণগতমান বৃদ্ধি করা, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ ও ব্রাজিলের 'পুঁজি বিনিয়োগকারী অংশীদারি পরিকল্পনা' সংযুক্ত করা নিয়ে গবেষণা করার প্রস্তাব দেন সি। নতুন দফায় ব্রিক্স শীর্ষসম্মেলন সফলভাবে আয়োজনে ব্রাজিলকে সমর্থন দেয় বেইজিং।

তেমার বলেন, দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারি সম্পর্ক স্থির ও পারস্পরিক কল্যাণকর। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে যথেষ্ট গুরুত্ব দেয় তাঁর দেশ এবং বিভিন্ন খাতে সহযোগিতাও জোরদার করতে ইচ্ছুক ব্রাজিল। আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে যোগাযোগ জোরদার করা এবং ব্রিক্স জোটের সহযোগিতা বাস্তবায়ন করার প্রত্যাশা করেন তিনি; যাতে যৌথভাবে উন্নয়নশীল দেশের অভিন্ন স্বার্থ রক্ষা করা যায়। (সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040